সমস্ত প্রস্তুতির চূড়ান্ত অবলোকনের পর 'অনুভব – এক্সপিডিশন ফর বেটার টুমরো' একটি অনন্য প্রয়াসের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। ১৫ সেপ্টেম্বর ২০২৪ মৌলালি যুবকেন্দ্রে একদিবসীয় আলোচনাচক্র 'ফেস-টু-ফেস'-এর প্রথম নিবেদনের বক্তা প্রখ্যাত বন্যপ্রাণ আলোকচিত্রী রাজর্ষি বন্দ্যোপাধ্যায় এবং একাধারে জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'র সিনিয়র সায়েন্টিস্ট ও স্বনামধন্য হস্তী বিশারদ ড. শান্তনু ঘোষ। আলোচনার মুখ্য বিষয়বস্তু বিপন্ন আরণ্যক প্রজাতির আলোকচিত্রায়ন এবং পশ্চিমবঙ্গের হাতি ও মানুষের সংঘাত। 'অনুভব'-এর পদযাত্রা ও ফিল্ম শো'র কনসেপ্টের বাইরে সম্পূর্ণ গবেষণাধর্মী মননের একটি অনুষ্ঠান। অনেক আশা নিয়ে পথ প্রস্তুত হচ্ছে 'ফেস-টু-ফেস'-এর। সূচনালগ্ন থেকেই সঙ্গে রয়েছি, তবে এই প্রথমবার একজন সহযোগী সদস্য হিসেবে একটি অনুষ্ঠানের প্রগতির কাণ্ডারী হতে পারার এক মিশ্র অনুভূতি কাজ করছে মনের মধ্যে। অনেক ধন্যবাদ স্নেহা'কে (বিশ্বাস) যাবতীয় অলঙ্করণের জন্য।
FACE TO FACE
After the ground breaking extension of the horizon of awareness through Wildlife Awareness Rally (WAR) and International Wildlife Film Show (formerly known as Wildlife Film Show and Seminar), Anubhab – Expedition for Better Tomorrow is on the trail of something exclusive, as well as, tremendously relevant. Face to Face is an interactive seminar, conspicuously meant for an eminent niché of research scholars, teaching faculty, and students. In the first series of this novel endeavour, Mr Rajarshi Banerji, eminent wildlife and conservation photographer, will focus on "Wildlife Photography on Conservation and Documentation of Endangered Species." An avid wildlife enthusiast, Mr Banerji has travelled a vast horizon of numerous ecological niché. We are eagerly looking forward to being enlightened with the minute contextual detailing behind every scene presented.
While the topic of the first session is a beacon of chief prevalence, the second session is going to be an equally important deliverance on human-animal conflict. With years of experience, Dr Santanu Ghosh is going to present "Man and Elephant: The Saga of Love and Hatred," pinpointing the awe-inspiring binary of existence and obligations.
We look forward to the active participation of enthusiastic minds. Fundamentalities that should be noted:
✅️ VENUE: SWAMI VIVEKANANDA CONFERENCE HALL (MOULALI STATE YOUTH CENTRE, KOLKATA)
✅️ DATE AND TIME: 15 SEPTEMBER 2024, SUNDAY | 2:59 P.M.
☑️ ENTRY AGAINST INVITATION CARDS ONLY
☑️ PHYSICAL REGISTRATION IS MANDATORY BEFORE THE ENTRY
For more information, please contact the following personnels:
Subrata Chakraborty:
+918910905048
Prof. Debasish Karmakar:
+919830304095
Roy Chowdhury Nilanjan:
+919433475575
Sayantan Dey:
+917980958480
Debashis Biswas:
+919830038127
Tapati Roy Chowdhury:
+918334091302
No comments:
Post a Comment